Description
মাসজিদে যিরার (লিখিত বক্তব্য) -হাবীবুল্লাহ মাহমুদ
বইয়ের লেখার একটি অংশঃ
অতঃপর উপরোক্ত মাসজিগুলো ছাড়াও সেই সকল মাসজিদগুলোও মাসজিদে যিরার এর মত যেই সকল মাসজিদ গুলোর নাম দেখেই মু’মিনদের মাঝে বিভক্তির আলামাত পাওয়া যায়। যেমন কোন দল, মত বা সংগঠনের নামে মাসজিদের নামকরণ করলে সেই মাসজিদ, মাসজিদে যিরার এর মত।
ঙ। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী মাসজিদের নাম রাখে সুফিবাদী জামে মাসজিদ, তবে সেই মাসজিদ টি মাসজিদে যিরার এর মত।
চ। যদি কেউ মাসজিদের নাম রাখে আহলে হাদীস জামে মাসজিদ। তবে সেই মাসজিদ মাসজিদে যিরার এর মত।
ছ। যদি কেহ কোন মাসজিদের নাম রাখে হানাফীয়া জামে মাসজিদ, তবে সেই মাসজিদ মাসজিদে যিরার এর মত। কেননা এই সকল মাসজিদের নাম দেখেই মু’মিনদের মাঝে বিভক্তির আলামাত পাওয়া যায়।
উদাহরণস্বরূপ যদি কোন মাসজিদের নাম রাখা হয় হানাফীয়া জামে মাসজিদ তবে অন্য সকল মাযহাবের লোকজন সেই মাসজিদের নাম দেখেই বলবে, এটা হানাফীদের মাসজিদ। আমাদের মাসজিদ নয়। অনুরূপভাবে যদি কোন মাসজিদের নাম রাখা হয় আহলে হাদীছ জামে মাসজিদ, তবে অন্য মাযহাবের লোকজন তথা হানাফী মাযহাব সহ অন্যান্য মাযহাবের অনুসারীগণ সেই মাসজিদের নাম দেখেই বলবে, এটা আহলে হাদিসের মাসজিদ। আমাদের মাসজিদ নয়। ঠিক একইভাবে যদি কোন মাসজিদের নাম রাখা হয় সুফিবাদী জামে মাসজিদ, তবে অন্য মতাবলম্বী লোকজন সেই নাম দেখেই বলবে এটা আমাদের মাসজিদ নয়। পীর-ফকিরের মাসজিদ। শুধু তাই নয়, যদি একই স্থানে পাশা-পাশি এই সকল দলগুলোর নাম অনুযায়ী মাসজিদ থাকে তবে দেখা যাবে আযান দেওয়া মাত্রই তারা তাদের নিজ নিজ দলের মাসজিদে প্রবেশ করবে। অথচ এমনটি হওয়া কখনোই উচিৎ নয়। এটা মুসলমানদের মাঝে বিভক্তিকরণ।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ زَيْدِ بْنِ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا رَجُلٍ خَرَجَ يُفَرِّقُ بَيْنَ أُمَّتِي، فَاضْرِبُوا عُنُقَهُ
হযরত উসমান ইবনু শরীফ (রা:) বলেন, আল্লাহর রসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, তার ঘাড়ে আঘাত কর। (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪০২৩, ছহীহ)






Reviews
There are no reviews yet.